দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সারিয়াকান্দি উপজেলার জনগণের দুর্যোগ ঝুঁকিহ্রাস এবং দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা ও সামাজিক নিরাপত্তামূলক কর্মকান্ড পরিচালনা করে থাকেন। গত ০৩ (তিন) বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসুচির আওতায় গ্রামীণ উন্নয়ন অবকাঠামো উন্নয়ন খাতে ৩০৯টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পগুলোর মাধ্যমে ১১২.২৪০ কি:মি: রাস্তা/খাল/বাঁধ নির্মাণ/পুনঃনির্মাণ/ সংস্কার করা হয়। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় উন্নয়ন খাতে ৭০৮টি প্রকল্প প্রকল্প বাস্তবায়ন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে ১৫৭.৪০৬ কি:মি: রাস্তা/খাল/বাঁধ/নালা/নর্দমা সংস্কারসহ প্যালাসাইডিং/গাইড ওয়াল/ ইউ-ড্রেন নির্মাণ করা হয় এবং বিভিন্ন জনকল্যাণমুলক, ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত/সংস্কার করা হয়। এছাড়াও এই কর্মসূচির আওতায় অন্যান্য কর্মকান্ডের মধ্যে রয়েছে পুকুর পুনঃখনন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট, প্যালাসাইডিং, গাইড ওয়াল নির্মাণ, তালগাছ রোপন, বায়োগ্যাস স্থাপন ইত্যাদি। গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির মাধ্যমে “ভুমিহীন ও গৃহহীন” “ক” শ্রেণির ১৯৪ টি পরিবার পুনর্বাসনের জন্য একক গৃহ নির্মাণ করা হয়। গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচির আওতায় ছোটবড় ০৫ টি সেতু/কালভার্ট নির্মাণ, এইচবিবি কর্মসূচির আওতায় ৫.০০০ কি.মি. রাস্তা এইচবিবি করণ এবং ৪৬৯ বান্ডিল ঢেউটিন ১৪.০৭ লক্ষ টাকার ঘরবাড়ী/শিক্ষা প্রতিষ্ঠান/ধর্মীয় প্রতিষ্ঠানের মেরামত/সংস্কার করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস